রুবিক'স কিউব কালার স্কিম
ছয় রঙের ছয় তলবিশিষ্ট রঙিন বস্তুটিকে আমরা সকলেই একের অধিকবার দেখেছি। প্রতিবার কোনো ভিন্নতা পরিলক্ষিত না হলেও একটি রুবিক'স কিউবের কালার স্কিম বা রঙের বিন্যাসে রয়েছে ভিন্নতা। ছয় রঙের এই বস্তুটি দুই ধরণের কালার স্কিমের হতে পারে।
১) ওয়েস্টার্ন কালার স্কিম (Western Color Scheme)
২) জাপানিজ কালার স্কিম (Japanese Color Scheme)
ওয়েস্টার্ন কালার স্কিম
ওয়েস্টার্ন কালার স্কিম হলো সবচেয়ে বেশি ব্যবহৃত কালার স্কিম। বর্তমানে প্রচলিত প্রায় সব কিউব-ই এই স্কিমের হয়ে থাকে। Gan, Moyu, Qiyi, Yj সহ প্রায় সব কোম্পানি তাদের কিউবগুলো ওয়েস্টার্ন কালার স্কিমে বানায়। অধিকাংশ কিউবার এই কালার স্কিমের কিউব ব্যবহার করে। এই কালার স্কিমে রয়েছে ছয়টি রঙের সমাহার। সাদা, হলুদ, লাল, কমলা, সবুজ এবং নীল। এতে সাদার বিপরীতে থাকে হলুদ, লালের বিপরীতে থাকে কমলা এবং সবুজের বিপরীতে থাকে নীল।

জাপানিজ কালার স্কিম
জাপানিজ কালার স্কিমের কিউব সংখ্যা ওয়েস্টার্ন কালার স্কিমের তুলনায় কম। তবে বর্তমানে কিউবারদের মাঝে একটি অংশ এই স্কিমের কিউবকে তাদের পছন্দ হিসেবে বেছে নেয়। ওয়েস্টার্ন কালার স্কিমের মতো এই স্কিমেও রয়েছে ছয়টি রঙের উপস্থিতি। তবে এতে লালের বিপরীতে কমলা থাকলেও, সাদার বিপরীতে থাকে নীল এবং সবুজের বিপরীতে থাকে হলুদ।

ওয়ার্ল্ড কিউব এসোসিয়েশন নিয়মাবলি
ওয়ার্ল্ড কিউব এসোসিয়েশন নিয়মাবলিতে কালার স্কিম সম্পর্কে কোনো নির্দিষ্টকরণ করা হয়নি। নিয়মাবলির 3a3 অংশে বলা হয়েছে, "বহুতলবিশিষ্ট পাজলগুলো এমন একটি কালার স্কিমের হতে হবে, সলভ করা অবস্থায় যার প্রতিটি তলে একটি করে অনন্য কালার থাকবে।"
এবার আপনারা হয়তো ভাবছেন জাপানিজ কালার স্কিমের ব্যবহার বুঝি অনেক বিরল ঘটনা। জেনে অবাক হবেন, বর্তমান ওয়ার্ল্ড কিউব এসোসিয়েশন-এর লোগো জাপানিজ কালার স্কিমে বানানো! আবার, ১৯৮০ সালে Ideal Toy Corp কোম্পানিকে রুবিক'স কিউবের উদ্ভাবক Ernő Rubik রুবিক'স কিউব বিক্রির অনুমতি প্রদান করেন এবং সেই কোম্পানি যেই রুবিক'স কিউব বাজারে আনে তা ছিল জাপানিজ কালার স্কিমে!


Comments ()