কোন কিউব কিনব? কেন? | Which Cube to buy & why?

কোন কিউব কিনব? কেন? | Which Cube to buy & why?

[  জানুয়ারি, ২০২২ এর বাজারের উদ্দেশ্যে লেখা, আগামি মাসে(!) আপডেট হবে]

বর্তমানে বাজারে অনেক অনেক ব্র্যান্ডের হরেক রকমের বিভিন্ন দামের কিউব পাওয়া যায়। প্রো-কিউবাররাই অনেকে ঠিক মত বুঝে না কোনটা ভাল হবে, নতুনদের কথা তো  বাদই দিলাম। তাই ভাবলাম একটা নোট করে ফেলা যাক।  

[এখানে আমি দাম যা উল্লেখ করব, তা এই পোস্ট লেখার সময়ের দাম। অন্য দোকানে এর কাছাকাছি দামেই এগুলো পাবেন। ১০-২০ টাকা কম বেশি হতে পারে। “~” চিহ্ন দিয়ে  “পরিবর্তনশীলতা” বুঝানো হয়েছে]

উল্লেখ্য,  আমার উল্লেখ করা প্রতিটা কিউবই ওই Category তে বেস্ট[Personal preference]। আপনার যে রকম কিউব দরকার, সেটার উপর পার্থক্য। তবে একটা কথা মাথায় রাখবেন, উল্লেখ করা যেকোনো কিউব দিয়েই আপনি World-class Solve দিতে পারবেন। তাই, বুঝতে না পারলে, একটা কিনে ফেলুন, পস্তাবেন না।

শুরুর আগে একটা উক্তি দেই, কাজে লাগবে
        “Price Doesn’t define quality”
অর্থাৎ, “অর্থ, উৎকর্ষের মাপকাঠি নয়”

Executive Summary:
বাজেট কম? Yuxin Little Magic নেন
বাজেট সমস্যা না? GAN/YJ/QiYi নেন
ম্যাগ্নেট কি করে?
- কিউবটাকে Stable করে। এটা বাদে আর কোন কাজ করে না।
ম্যাগ্লেভ কি?
- সাধারণ কিউবের মধ্যে Spring + Screw থাকে। ম্যাগ্লেভ এ  ২ টা বিপরীতমুখী চুম্বক বিকর্ষণ শক্তির মাধ্যমে Spring এর কাজ ঘর্ষণমুক্তভাবে করে।
সোজা বাংলা,  স্প্রিংএর শব্দ হবে না। কিউব অনেক বেশি তাড়াতাড়ি ঘুরবে। মিলাইতে সুবিধা, অসুবিধা দুটাই হবে। এই ফিচারটা এড়ায় চলেন। ভবিষ্যতে আরও ভাল হলে চালাইয়েন।
সবচেয়ে ভাল কিউব কোনটা?
- নাই। আপনার যেটা ভাল লাগে, ওইটাই সেরা। নিজের ভালো লাগার capacity তৈরি না হয়ে থাকলে এখন আমার বলা মোতাবেক একটা কিনেন। ভবিষ্যৎ এ নিজের প্রয়োজন মত আরেকটা কিনেন।
3x3: [Pop isn’t an issue anymore in any budget]

১) ৫০০ এর নিচে
Yuxin Little magic [ Stickerless ] [Smooth, Fast, Lightest]
Meilong M 3x3 [Scratchy, Fast, Blocky, but Magnetic!]
Meilong 3C [Same to same Meilong 3x3, but cheaper]

২) ১০০০ এর নিচে
Yuxin Little magic 3x3 M [RS3m but no spring compression]
Yuxin Little magic 3x3 v2 M [RS3m but more stable]
RS3 M 2020 Edition[Faster, smooth, less Stable]

Yuxin little magic 3x3  M কমের মধ্যে সেরা। কিন্তু RS3 M 2020 একটা মারাত্মক কিউব। টাকা থাকলে RS3M 2020 অথবা Yuxin Little magic 3x3 v2 M কিনে ফেলা বুদ্ধিমানের কাজ। এই বাজেটে এদের থেকে ভালো কিউব পাবেন না।

৩) ১০০০ থেকে ২০০০
XMD Tornado V2 M  
এটা গরিবের GAN 356 XS । অনেক কিছু ঘুরানো, পেঁচানো যায়। ভাল জিনিস। বাজেটে কুলাইলে লইয়া লন।

৪) ২০০০+
বাজেট ২০০০+ তখনই করবেন যখন আপনি হয়, বড়লক্স নয়, সাব ১৫। এর আগে ২০০০ এর নিচের কিউব দিয়েই কোপাতে পারবেন। আমি এমনটাও বলছি না যে, ২০০০+ দিয়ে কোপানো সহজ, আমার বলার কারণ হচ্ছে ২০০০+ এর উপরের কিউব গুলার মধ্যে যা উন্নত ব্যাপার আছে, তা বোঝার ক্ষমতা আপনার সাব ১৫ এর আগে হওয়ার কথা নয়]

MoYu Weilong WR M 2021 [XMD Tornado V2, কিন্তু দামিer]
GAN11 M Duo [৪০০০ এর মধ্যে কিনতে চাইলে এটা অনেক ফিচার দিবে।]
GAN 12 M [এটার ফিচার আর দাম পুরাই মাথা-নষ্ট]

আরও আছে, এখানে কেবল পপুলার গুলার কথা বলছি।

আমার মতে, Yuxin Little magic(450~ BDT),  RS3 2020 M(800~BDT) বাজেটে বেস্ট। ২০০০+ এর Category তে সবগুলোই জোস। আপনার কোনটা লাগবে, ওইটা বুঝতে পারলে আপনি আমার এই পোস্ট পড়তেন না(বিনোদন নিতে চাইলে আলাদা ব্যাপার

:v )।তাই বলব, নতুন হয়ে থাকলে, Yuxin Little magic M /Meilong 3x3 M কিনে নিন। এরা হচ্ছে ছোটছোট  যাদু । আর যদি ২০০০ এর উপরেই যেতে চান, তাইলে GAN 356M অথবা Tornado v2 M নিতে পারেন।

টাকা কিলাইলে 11 M Pro নিয়ে নিতে পারেন। কিন্তু লাভ নাই, নিজের ভেতরে তেল না থাকলে সেরা জিনিস দিয়াও কাপাইতে পারবেন না।
2x2:
১) ৫০০ এর নিচে
Meilong 2x2 - 299~ BDT
Yuxin Little Magic 2x2( YLM2) - 349~ BDT [এটাই সেরা]

২) ১০০০ এর নিচে বা উপরে
Yuxin Little magic 2x2 M
Meilong 2x2 M
Yupo M
MGC Elite M
Weipo WR M
Dayan Tengyun  M
Valk2 M


যাই কিনেন, কোন যায় আসে না। YLM2 এর সাথে খুব বেশি তফাৎ বুঝতে পারবেন না আপনি

:) । এটা হচ্ছে Biology বই। চিপবেন, কিন্তু রস বের হবে না।

4x4:

১) ৫০০ এর নিচে
Meilong 4x4 - Smooth, considerably fast.

২) ১০০০ এর নিচে
Meilong 4x4 M
Yusu v2 M

কম টাকায় Meilong 4x4 এর Performance Best(After Setup(Just loosen the screws a bit(If tight)))। তাই এটা কিনাই ভাল। কারণ, বেশি দাম দিয়ে কিনলে, একবারে বেষ্টটাই কেনা বুদ্ধিমানের কাজ বড়কিউবের জন্য।

৩) ১০০০+
YJ MGC 4x4 M
Little magic 4x4 M
QiYi WuQue mini M
Valk 4M
QiYi XMD Ambition

টাকা কম থাকলে Meilong 4x4 কিনে নিন(৫০০ টাকা)। টাকা সমস্যা না থাকলে,  MGC 4x4 M টা বেশ ভাল পারফর্ম করতেসে। রিভিউ দেখে নিবেন।

4x4 এর জন্য ভাল কিউব দিয়ে শুরু করা দোষের কিছু না। তাই, টাকা অনুসারে কিনে নিন। Performance  নিয়ে কিছু বলি নি, কারণ, একটা আরেকটার মধ্যে আকাশ পাতাল তফাৎ।

কিছু না বুঝলে YJ MGC নিয়ে নেন। Felik’s Zemdegs এটা দিয়ে সাব-২৫

5x5:

 ১) ৫০০ এর নিচে  স্পিড কিউবিং করতে চাইলে এই Category কে না বলুন। শখের পণ্য বানাতে চাইলে, নিউমার্কেট এ গিয়ে যেকোনোটা কিনে নিন।  

2)  YuXin Cloud Kylin Stickerless - 550~ BDT
সহজে বলি, এইটা নিজেই একটা Category।

৩)  Little magic 5x5 M - 1399~ BDT
     MGC 5x5 M  - 1799 BDT
     Moyu Aochuang WRM 5x5 - 2999 BDT
     Valk 5 m - 3299~
টাকা কম থাকলে Yuxin Cloud, বেশি থাকলে Valk 5M, মধ্যবিত্ত হলে MGC 5 M।

কিছু না বুঝলে YJ MGC নিয়ে নেন। Felik’s Zemdegs এটা দিয়ে সাব-৪৫
6x6 :

১) ৫০০ এর নিচে  স্পিড কিউবিং করতে চাইলে এই Category কে না বলুন। শখের পণ্য বানাতে চাইলে, নিউমার্কেট এ গিয়ে যেকোনোটা কিনে নিন(পারলে)।

২) ৯০০-১৪০০ টাকা  
Yuxin Little magic 6x6 - 1199~ BDT  
Meilong 6 - 999~ BDT
6x6 এর Hardware খুবই বাজে। তাই খুব বেশি আশা করবেন না। লক + পপ হচ্ছে নিত্যদিনের ব্যাপার। Meilong 6x6 কেনা বুদ্ধিমানের কাজ। চাইলে ম্যাগনেটিক নিতে পারেন।
আমার মতে, কাজ চালানোর মত একটা কিউব হলেই হয়। আগে দেখেন ইভেন্টটা কেমন লাগে। যদি ভালো লাগে, তাহলে পরে দাম দিয়ে ভাল একটা কিনে নিলেই ভাল হবে আপনার।

৩) 15০০+
MGC 6x6 M MGC মার্কেট কাপাচ্ছে এখন। YJ MGC নিয়ে নেন। Felik’s Zemdegs এটা দিয়ে সাব-১২৫
7x7:

এই Category এর কিউব যারা কিনে, তারা এই Category এর নোট পড়ে না। তারা অন্য রকম নোট পড়ে

:) ।

QiYI Qixing S - 1500~ BDT
Meilong 7x7 - 1199 BDT
এটা কিনাই বুদ্ধিমানের কাজ

Speedcuber হলে,
QiYi XMD Spark [3500+ BDT]
MGC 7x7 M

MGC নিতে পারেন। প্রো কিউবাররা এটাই চালায়। দাম কম, মাল ভালো।  Felik’s Zemdegs এটা দিয়ে সাব-২


Megaminx:
1) QiYi QiHeng S[Sculpted] - 550~ BDT [Smooth, Fast with setup]
সহজে বলি, এইটা নিজেই একটা Category।
Yuxin Little magic v2 - 650~ BDT [Smooth, Fast]

বলে রাখা ভাল, বাজারে Magic v2 টাই বেশি সেল হয়। Qiheng টার ভাত নাই।  আপনি রিভিউ দেখে ঠিক করিয়েন।

2)X-Man Design Galaxy v2 - 1600~ BDT[Magnetic টা 2000+ BDT]
  YJ Yuhu Megaminx v2 M (Magnetic)- 999 BDT [১০০০ এর মধ্যে সেরা]
  Yuxin Little magic v3 M(Magnetic) - 1199 BDT [Yuhu এর competitor]

৩) ৪০০০+
Gan Megaminx -  4400~ BDT

এটার পারফর্মেন্স রিভিউ দেখে নিয়েন। জিনিস ভালো, কিন্তু আপনার পছন্দ হবে নাকি, সেটা আপনি বুঝে কিনবেন।
Skewb:
1) 500 এর নিচে
Yuxin Little magic skewb
Meilong Skewb

আমার মতে Yuxin Little magic টা ভাল। Black kylin বা Meilong টাও খারাপ না।  কিন্তু মত বিরোধ থাকাই বোঝায় যে, ৩ টাই ভাল।

2) QiYi Qicheng 650~ BDT
আমার মতে এটা কেনার কোন মানে হয় না। হয় Wingy, না হয় আগের Category থেকে কেনা ভাল। তবে, এটা অবশ্যই আগের Category থেকে ভাল(কিছুটা)


3) 1199+ BDT
MoYu AoYan Skewb  - Square shaped, Stickerless টায় center cap হালকা ডাবানো
QiYi Wingy Magnetic Skewb - Concave [Square ই, কিন্তু ভেতরে একটু ডাবানো]
GAN Skewb M - Square Shaped [দামি, তবে জিনিস ভাল লাগবে নাকি সেটা আপনার ব্যাপার]

কোনটা নিবেন, পুরাই Personal preference. রিভিউ দেখতে পারেন।
Square-1:
1) XMD Volt Square-1 v2  [For speedsolving]
YJ MGC SQ1 M [For speedsolving]
or Meilong Sq1~ BDT [For Meh tier - Speedsolving]
or Little Magic Sq1 [For budget and good solving]

Pyraminx:
1)  Meilong Pyraminx or Yuxin Black kylin or Yuxin Little Magic Pyraminx - 400 BDT~ [Fast, stable, Lockup নেই]
সহজে বলি, এইটা নিজেই একটা Category।

QiYi Qiming Pyraminx - 650~ BDT [Tactile, Fast, Controllable] - YLM থেকে ভালো, কিন্তু worth it না।

2) 1199 BDT
XMD magnetic Pyraminx
MoYu Magnetic Pyraminx
Yuxin Magnetic Pyraminx


3) 1400+
XMD Magnetic Pyraminx v2
Gan Magnetic Pyraminx  

পুরাই Personal preference.
তবে, Gan এরটার ফিচার অনেক। টাকা থাকলে নিয়ে নেন।




টাইমারঃ

MoYu Timer - 899~ [ভাঙ্গা খেলনা, জীবনে কিনবেন না]
QiYi -  899  [নতুন হকিস্টিক]
QJ - 999~[পুরাতন হকিস্টিক]
YJ - 1250~ [নতুন গ্যাজেট]
Yuxin v2 - 1599~ [পুরাতন গ্যাজেট]
Speedstacks G4 - 2999~ [Tech]
GAN Smart timer - 2999~ [সেরা Tech]


আমি Qj চালাই। অনেকে Yuxin V2 চালায় । কেউ কেউ G4 চালায়। উত্তর পেয়েছেন আশা করি। না পেয়ে থাকলে চুপচাপ QiYi নিয়ে নেন।  

ধন্যবাদ সবাইকে,

ধন্যবাদ সবাইকে,

Farhanul Haque Khan
Cubing since 2010
Speedcubing since 2012
WCA ID : 2017KHAN54