What is Sponsorship? | স্পন্সরশিপ কি?

What is Sponsorship? | স্পন্সরশিপ কি?
Photo by Tezos / Unsplash

সোজা বাংলায়, আপনি একটা ব্র্যান্ড সম্পর্কে অন্যদের অবগত করার বিনিময়ে ওই ব্র্যান্ড আপনাকে যদি কোন ধরনের সাহায্য করে, তাহলে তা হবে স্পন্সরশিপ। এই সাহায্য হতে পারে টাকার বিনিময়। হতে পারে আপনার পাব্লিসিটি।

কিউবিং এর দুনিয়ায় সাধারণত দুই ধরনের স্পন্সরশিপ দেখা যায়।

  1. একক স্পন্সরশিপঃ এধরনের স্পন্সরশিপে একজন কিউবারকে শপ স্পন্সর করে।
  2. ইভেন্ট স্পন্সরশিপঃ এধরনের স্পন্সরশিপে ইভেন্টটার একটা অংশকে শপ স্পন্সর করে। এটাই বাংলাদেশে বেশি দেখা যায়।

একক স্পন্সরশিপ

আপনাকে যদি অনেক মানুষ চিনে, তাহলে আপনি স্পন্সরশিপ পেতে পারেন। এই চেনাজানার বিষয়টা গণনা করার মত হতে হবে। অর্থাৎ,

  • আপনার অনলাইন পেজ থাকলে তার লাইক সংখ্যা
  • YouTube থাকলে Subscriber, View সংখ্যা, ইত্যাদি
  • গ্রুপ থাকলে Active Member সংখ্যা

এরকম বেশ কয়েক মাধ্যমে আপনি আপনার পরিচিতির বিষয়টা প্রমাণ করতে পারেন। এই পরিচিতি আশানুরূপ হলে আপনার স্পন্সরশিপ পাওয়ার সুযোগ বাড়বে। আপনাকে যদি ৫০০+ মানুষ প্রতিনিয়ত follow করে। আপনার কথায় বিশ্বাস করে। আপনার মত হওয়ার চেষ্টা করে। তাহলে আপনি স্পন্সরশিপ পাওয়ার ব্যাপক সম্ভাবনা রাখেন।

ইভেন্ট স্পন্সরশিপ

আপনার ইভেন্টে যদি অনেক জনপ্রিয় হয়, তাহলে আপনি স্পন্সরশিপ পেতে পারেন। সাধারণত, আপনার কিউবিং ইভেন্ট স্পন্সরশিপ পাওয়ার জন্য খুব একটা দৌড়াতে হবে না। আপনার ইভেন্ট যদি আপনি ভালোভাবে নামাতে পারেন, তাহলে আপনার ইভেন্টে কিউবন্যাশন স্পন্সর করবে। এক্ষেত্রে আপনাকে ভাল ইভেন্ট নামাতে হবে।

ভাল ইভেন্ট নামাতে গেলে আপনাকে অবশ্যই একজন Experienced Organizer এর শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের দুইজন World Cube Association Certified Delegate আছেন। তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের নাম, ইমেইল নিচে দেয়া থাকবে। আপনার কাজ হবে তাদেরকে আপনার কিউবিং ইভেন্টের সকল ক্ষমতা দিয়ে দেয়া। উনারা আপনাকে এর বিনিময়ে এক অসাধারন ইভেন্ট উপহার দিবেন। আপনাকে অবশ্য তাদের দেয়া কাজ করতে হবে। সেটা খুব একটা জটিল হবে না।

এই কাজগুলো করলে আপনি স্পন্সরশিপ পাওয়ার জন্য প্রস্তুত।

কিভাবে ইভেন্ট স্পন্সরের সাথে কথা বলবেন?

কিউবশপ স্পন্সর হলে তাদের ওয়েবসাইট/পেজ থেকে ইমেইল নিয়ে ফেলেন। ইমেইলে একটা প্রফেশনাল স্পন্সর লেটার পাঠিয়ে দিন।

লেটারে যা যা থাকবেঃ

  • আপনার নাম, ঠিকানা, যোগাযোগ নাম্বার
  • ইভেন্ট নাম, তারিখ, ঠিকানা
  • কি কি ইভেন্ট থাকছে
  • আপনার কিউবিং করার যোগ্যতা (এভারেজ, কতদিন মিলান, কয়টা কম্পিটিশন দেখেছেন, কয়টা নিজে নামিয়েছেন)
  • আপনার ইভেন্টে কাদের কাদের ডাকবেন/ডেকেছেন
  • WCA Delegate দের কাকে ডেকেছেন
  • আপনার ইভেন্টে কতজন মানুষ আসবে
  • আপনার ইভেন্ট স্পন্সর করলে কি কি সুবিধা আপনি দিবেন
  • কত টাকা চান? কি করবেন এত টাকা দিয়ে?
  • এত টাকা দেয়ার ফলে স্পন্সরের লাভ কোথায়?

ইত্যাদি দিয়ে একটি লেটার পাঠিয়ে দিন।

কিভাবে একক স্পন্সর লেটার লিখবেন?

কিউবশপ স্পন্সর হলে তাদের ওয়েবসাইট/পেজ থেকে ইমেইল নিয়ে ফেলেন। ইমেইলে একটা প্রফেশনাল স্পন্সর লেটার পাঠিয়ে দিন।

লেটারে যা যা থাকবেঃ

  • আপনার নাম, ঠিকানা, যোগাযোগ নাম্বার
  • আপনার কিউবিং করার যোগ্যতা (এভারেজ, কতদিন মিলান, কয়টা কম্পিটিশন দেখেছেন, কয়টা নিজে নামিয়েছেন)
  • আপনার Viewer/Follower Count
  • আপনার Social media Link
  • আপনাকে স্পন্সর করা হলে আপনি কি কি সুবিধা দিবেন?
  • আপনি কি পরিমাণ Value দিচ্ছেন?
  • আপনি এর বিনিময়ে কি চান?

ইত্যাদি দিয়ে একটি লেটার পাঠিয়ে দিন।

লেটারে দিয়ে ৩ দিন অপেক্ষা করুন। উত্তর না দিলে ইমেইলে Polite Reply দিন। আশা করি আপনার সাথে যোগাযোগ করা হবে। এরপরেও যোগাযোগ না করা হলে অন্য কোথাও চেষ্টা করুন।

স্পন্সরশিপ একটা Patron-client Relationship। আপনি কিছু Value দিবেন, আপনি কিছু Value পাবেন। সাধারণত Value টাকা দিয়েই প্রকাশ করা হয়। তাই আপনার স্পন্সরশিপ চাওয়ার আগে নিজেকে যাচাই করুন।

WCA Delegate-দের তথ্য

Junior DelegateBangladesh
2017BANI03
Junior DelegateBangladesh

কিউবন্যাশন থেকে স্পন্সরশিপ নিতে চাইলে বিস্তারিত পাবেন নিচে


Farhanul Haque Khan
Cubing since 2010
Speedcubing since 2012
WCA ID : 2017KHAN54

Read more

CubeNation Anniversary Giveaway 2024

CubeNation Anniversary Giveaway 2024

𝐀𝐧𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐚𝐫𝐲 𝐏𝐫𝐨𝐦𝐨𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐆𝐢𝐯𝐞𝐚𝐰𝐚𝐲 𝟏𝟔 𝐖𝐢𝐧𝐧𝐞𝐫𝐬, 𝟖𝟎𝟎𝟎 𝐁𝐃𝐓 𝐭𝐨𝐭𝐚𝐥 We love organic marketing over paid Facebook ads. It simply makes us reach the right audience and earn them for life. We have been doing this since 2016, which has done wonders for us. We will be doing the same again, but the rules will slightly change. This year, we