What is the purpose of Magnetic Cubes? | চুম্বকওয়ালা কিউবের কাজ কি?

What is the purpose of Magnetic Cubes? | চুম্বকওয়ালা কিউবের কাজ কি?
Photo by Dan Cristian Pădureț / Unsplash

একটায় চুম্বক আছে, আরেকটায় নাই। কথা শেষ।

শেষ না? কেন? আর কি পার্থক্য থাকতে পারে?
পার্থক্য আছে। চলেন দেখা যাক

প্রথমে দেখা যাক ইতিহাস।

ম্যাগ্নেটিক কিউবের প্রচলন ২০১৬ সাল থেকে মনে হলেও এটা কিন্তু মোটেই ২০১৬ এর আবিষ্কার না। এটা ২০১৬ সালে QiYi Mofangge তাদের পিরামিনক্স কিউবের মাধ্যমে বাজারজাত করে।1 এর আগেও, ২০১৩ সালে cubity cube নামের একজন ইউটিউবার তার “DaYan Zhanchi”-কে ম্যাগ্নেটাইজ করে। এটাই আমাদের দেখা সর্বপ্রথম ম্যাগনেটিক কিউব।

উদ্দেশ্য কি?

চুম্বকের কাজ কি?
– আকর্ষণ/বিকর্ষণ। (যদিও আকর্ষণ আর বিকর্ষণ বস্তুত একই ঘটনা, আমরা এখানে আর গভীরে না যাই)

কিউবের ভেতরে চুম্বক ভরার উদ্দেশ্য হল আকর্ষণ। স্পিডকিউবিং করতে গেলে কিউব গুলা অনেক আটকে যায়। এর কারণ, “কিউবাররা ঘুরাইতে জানে না”।
জি, অনেক কিউবাররাই কিউব ঘুরানোর সময় কিউবের এলাইন্মেন্ট ঠিক রাখতে পারে না। ফলাফল, লক-আপ।

নিচের ছবিটা দেখেন। অর্ধেক টার্ন করা অবস্থায় যদি আপনি উপরের লেয়ারটা ঘুরান, লক করলে কার দোষ? আপনার। আপনে খেলা পারেন না।

Learn how to solve the Rubik's Cube
Copyright: Redbull

মানুষের কিছু সমস্যা আছে। খেলা না পারার জন্য খেলা শিখা উচিত। কিন্তু মানুষ তা করবে না। মানুষ অলস। আর কথায় বলে,

(Laziness)Necessity is the mother of inventionAgatha Christie

চুম্বক দিয়ে মানুষ এই এলাইন্মেন্ট ইস্যুটা ফিক্স করার চেষ্টা করে। (তারপরেও লক-আপ খায় lmao)

Amazon.com: GAN 356 M, 3x3 Magnetic Speed Cube Stickerless Gans 356M Magic  Cube (Lite ver. 2020): Toys & Games
Corner+Edge Magnet

এই ছবিতে চুম্বক গুলা দেখেন। কিউব ঘুরানোর সময় এই কিউবটা মিলানো অবস্থায় চুম্বক গুলা আকর্ষণ করবে। ফলে কিউবটা অনেক স্টেবল হবে। মানে লক-আপ কম হবে।

Amazon.com: Cuberspeed Gan 356 M stickerless 3x3 Speed Cube GAN356 M Lite  3x3x3 Magnetic Speed Cube: Toys & Games
Stable position

লাভ কি?

লাভ খুব একটা কিছু না। কিউবটা যদি আপনি ঠিকমতো না ঘুরান, তাইলেও কিছুটা সুবিধা পাবেন চুম্বকের কারণে।

আমি তো ঘুরাইতে পারি ভাল

আপনি ঘুরাইতে পারলেও আপনার ম্যাগনেটিক কিউব চালানো উচিত(যদি টাকা থাকে)। এইটা একটা কম্পিটিটিভ খেলা। যেকোনো প্রকার কম্পিটিটিভ সুবিধা যদি আপনি কিনে নিতে পারেন, আপনার কিনে নেয়া উচিত। কিন্তু, না কিনেও আপনি ভাল করতে পারবেন।

চুম্বকওয়ালা কিউব কিনলে সময় কমবে?

না। চুম্বক আপনার কিউবের গতি বাড়াতে সক্ষম না। চুম্বক আপনার মস্তিষ্ককেও শক্তিশালী করে না (করলেও আমি জানি না)। তাই চুম্বকওয়ালা কিউব কিনলে আপনার মিলানোর সময় কমবে না। লকআপ কম খাবেন। ফলে এভারেজ সময় কিছুটা কমবে।

চুম্বকওয়ালা কিউব কখন কিনব?

আজকেই কিনেন টাকা থাকলে। আমার কি। তবে, ২০ সেকেন্ডে ৩x৩ না মিলাইতে পারলে চুম্বক আপনার চুলটাও আঁচড়ায় দিতে পারবে না। চুম্বক দিয়ে যেই লাভটা হয়, ঐটা এতটাই নগণ্য, যে চুম্বক ওয়ালা কিউব কিনতে আপনার যে পরিমাণ টাকা খরচ হবে, ওই পরিমাণ টাকা দিয়ে আপনি লুব কিনলেও বেশি লাভবান হবেন।

সূত্রঃ
1) https://www.speedsolving.com/threads/new-pyraminx-with-magnetic-location-mofangge-of-qiyi.60997/

ধন্যবাদ সবাইকে,


Farhanul Haque Khan
Cubing since 2010
Speedcubing since 2012
WCA ID : 2017KHAN54

Farhanul Haque Khan

Farhanul Haque Khan

Speedcubing since 2010
Dhaka, Bangladesh